
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৫০ এএম
নারায়ণগঞ্জে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ০৩:৪৬ পিএম

আরও পড়ুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণের ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগে ইউপি সদস্যসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সাতগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য রহিজ উদ্দিন ও আবুল হোসেন।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ২ আগস্ট এক কিশোরী (১৩) বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় তাকে তুলে নিয়ে তাজিমুল (৪৫) নামের এক যুবক ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাজিমুল পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় মীমাংসার জন্য সাতগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য রহিজ উদ্দিন ও এলাকার মাতবর আবুল হোসেন ভুক্তভোগীর পরিবারকে বিভিন্ন প্রলোভন এবং মামলা করতে নিষেধ করেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর নানা মুক্তিযোদ্ধা সফিকুর রহমান আড়াইহাজার থানায় মামলা করেন। খবর পেয়ে ওই ইউপি সদস্য ও মাতবর নির্যাতিতার পরিবারকে আবার আপস-মীমাংসার প্রস্তাব দিলে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ইউপি সদস্য রহিজ উদ্দিন ও আবুল হোসেনকে মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।