বাবা-চাচাকে নির্যাতন করে কারাগারে যুবক
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১০:৫২ এএম
হবিগঞ্জের মাধবপুরে মাদকাসক্ত হয়ে বাবা, চাচাকে নির্যাতনের অভিযোগে সুমন্ত সরকার (৩৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ তাকে হবিগঞ্জ কারাগারে পাঠিয়েছে।
এর আগে গত বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে সুমন্ত সরকার প্রায়ই নেশা করে বাবা, চাচা, চাচাতো ভাইকে শারীরিকভাবে নির্যাতন করত। বিভিন্ন সময় তাকে শাসন করার জন্য স্থানীয় ব্যক্তিরা পদক্ষেপ নেন। কিন্তু শুধরায়নি সুমন্ত সরকার। বাধ্য হয়ে তার বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
এদিকে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করার পর আরও বেশি উত্তেজিত হয়ে বাবা ও চাচাতো ভাইসহ অন্যদের চাকু নিয়ে ভয় দেখায় ও ঘরের মালামাল ভাংচুর করে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশসহ বুধবার ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন সুমন্ত সরকারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত সুমন্তকে বৃহস্পতিবার হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।