Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে ইয়াবাসহ ২ নারী আটক

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১১:৫৭ পিএম

টেকনাফে ইয়াবাসহ ২ নারী আটক

ছবি-যুগান্তর

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৫০০ পিস ইয়াবা ও একটি মোবাইল সেট  উদ্ধার করা হয়।

বুধবার রাত ৯টার সময় তাদের আটক করা হয়। 

তারা হলেন- মৃত ছৈয়দ হোছাইনের মেয়ে আনোয়ারা বেগম (৩৭) ও মৃত সোনা আলীর মেয়ে নুর বেগম (৩৮)। তারা দুজনই টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা। 

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, উপজেলার শাপলা চত্বরে পাকা রাস্তায় দুই নারী ইয়াবা বিক্রি করছেন- খবর পেয়ে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে চার হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আইনি পক্রিয়া শেষে তাদের কক্সবাজার জেলা আদালতে হস্তান্তর করা হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম