Logo
Logo
×

সারাদেশ

এবার টেকনাফে পাহাড়ধসে প্রাণ গেল ৫ ভাইবোনের

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ০৮:০৮ এএম

এবার টেকনাফে পাহাড়ধসে প্রাণ গেল ৫ ভাইবোনের

ছবি: যুগান্তর

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভারি বর্ষণে পাহাড়ধসে পাঁচ ভাইবোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালী ভিলিজারপাড়া ৪নং ওয়ার্ডে এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই এলাকার ছৈয়দ আলমের সন্তান আব্দু শুক্কুর (১৮)মো. জুবাইর (১২) আব্দুল লতিব (প্রকাশ) আব্দুর রহিম (১০) জয়নব আক্তার (০৮) কহিনুর আক্তার (১৪)।

সূত্র জানায়, দিবাগত রাত ২টার দিকে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ধসে ছৈয়দ আলমের বাড়িতে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পাঁচ ভাই-বোনের মৃত্যু হয়।
 
পরে স্বজনদের চিৎকারে স্থানিয়রা এসে তাদের উদ্ধার করেন।

টেকনাফের নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, সৈয়দ আলমের বাড়ি পাহাড়ের পাদদেশে। ভারি বৃষ্টিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পাহাড়ের একাংশ ধসে পড়ে বাড়ির ওপর।

মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ে। আহত হন সৈয়দ আলম ও তার স্ত্রী।

এর আগে মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভারি বর্ষণে পাহাড়ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম