Logo
Logo
×

সারাদেশ

কঠোর লকডাউনেও যমুনা পাড়ে ভ্রমণপিপাসুদের ভিড়

Icon

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ০৪:০৫ পিএম

কঠোর লকডাউনেও যমুনা পাড়ে ভ্রমণপিপাসুদের ভিড়

ছবি: যুগান্তর

কঠোর লকডাউনেও চৌহালী ও এনায়েতপুরের যমুনা পাড়ে ভ্রমণপিপাসুদের ঘুরে বেড়ানো থেমে নেই। বেড়াতে আসা বেশিরভাগ মানুষের মুখেই নেই মাস্ক।

ঈদের দিন বিকাল থেকেই চৌহালী শহররক্ষা বাঁধ, এনায়েতপুর ও বেতিল স্পার বাঁধ এলাকায় দেখা যায় দর্শনার্থীদের ভিড়। এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়েছেন সচেতন মহল। তবে এ বিষয়ে পুলিশের দাবি, লকডাউন কার্যকরে প্রশাসন মাঠে রয়েছে। বেড়াতে আসা মানুষকে ঘরে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। 

জানা যায়, যমুনার তীরে বিশ্বমানের ৮০০ শয্যাবিশিষ্ট খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, দৃষ্টিনন্দন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কারুকাজ খচিত বিশ্বশান্তি মঞ্জিলে মাজার শরিফ অবস্থিত। এসব স্থানে সারা বছরই মানুষের ঢল থাকলেও ঈদ-পূজাসহ অন্যান্য পার্বণে ভ্রমণপিপাসুদের দেখা মেলে বেশি।

এখন করোনা পরিস্থিতির কারণে সরকারি বিধিনিষেধ কার্যকরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে কঠোর অবস্থানে। এ কারণে এবার ঈদে ভ্রমণপিপাসুরা যমুনা নদীর তীরের বিভিন্ন এলাকায় ঘুরতে যাচ্ছেন। তবে কঠোর লকডাউনে পুলিশের উপস্থিতি টের পেলে চোরপুলিশ খেলার মতো অবস্থা হয়।

এদিকে যমুনা নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে যাচ্ছেন নৌভ্রমণে। এ ছাড়া যমুনার চরে এসে পিকনিক করতেও দেখা যায় অনেককেই। এসব কর্মকাণ্ডে এলাকায় করোনা সংক্রমণ ঝুঁকি বাড়ছে বলে যুগান্তরকে জানান চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল কাদের।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, কঠোর লকডাউন কার্যকরে প্রশাসন সর্বাত্মক কাজ করছে। সরকারি বিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম