
প্রিন্ট: ১৯ মার্চ ২০২৫, ১২:৪৫ পিএম
মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল অর্থনৈতিক মুক্তি: স্বপন ভট্টাচার্য

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২১, ০৫:২৬ পিএম

আরও পড়ুন
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল অর্থনৈতিক মুক্তি।
শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) হলরুমে ‘দারিদ্র্য বিমোচনে বাপার্ড: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বপন ভট্টাচার্য বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি দিতে চেয়েছিলেন। ঘাতকরা তাকে হত্যা করে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিল। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) স্থাপন করে দেশের তৃণমূলের অর্থনৈতিক উন্নয়ন করে যাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাপার্ডের মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল আহসান, বিআরডিবির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু, বাপার্ড পরিচালনা বোর্ডের সদস্য শেখ কবির হোসেন।
এছাড়া বক্তব্য দেন- পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, বাপার্ডের পরিচালক ড. মো. আলমগীর হোসেন, প্রকল্প পরিচালক মো. মাহমুদুন্নবী, উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, আব্দুল গনি মিনা প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে গোপালগঞ্জের বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।