Logo
Logo
×

সারাদেশ

যে কারণে ক্লোজড এসআই জগদীশ

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৬ জুন ২০২১, ০৬:১৮ পিএম

যে কারণে ক্লোজড এসআই জগদীশ

রংপুরের পীরগাছায় সাজু মিয়া নামের এক জুয়াড়িকে গ্রেফতার করে থানায় আনার পর অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে জগদীশ রায় নামের এক এসআইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পীরগাছা উপজেলার রেলস্টেশন এলাকা থেকে সাজু মিয়া নামের এক জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে থানায় এনে মধ্যরাত পর্যন্ত দেনদরবার করার পর অবশেষে মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেয়া হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে পীরগাছা থানার এসআই জগদীশ রায়কে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা পুলিশের ওসি আজিজুল ইসলাম। তিনি জানান, জুয়াড়িকে থানায় আনার পর অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগে তাকে ক্লোজড করা হয়েছে।

এদিকে ভুক্তভোগীর পরিবারের দাবি, সাজু মিয়া পূর্বের দুটি জুয়ার মামলায় জামিনে থাকলেও তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। জামিনের রি-কল জমা দেয়ার পরও তাকে ছেড়ে দেয়া হয়নি। পরিবারের সদস্যরা তাকে ছাড়াতে পীরগাছা থানায় গেলে কৌশিক ও হৃদয় নামে দুই স্থানীয় দালালের মাধ্যমে কথা বলতে বলে এসআই জগদীশ রায়। পরে তাদের দাবিকৃত ১০ হাজার টাকা দিলে রাত ১২টায় ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী সাজু মিয়া জানান, এক সময় জুয়া খেলার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে সম্পৃক্ত নেই। পূর্বের দুটি মামলায় জামিনে থাকলেও পুলিশ বিভিন্ন সময়ে আমাকে হয়রানি করে চলেছে। বাড়িতে শুয়েছিলাম সেখান থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। পরে আমার ছোট ভাই এসআই জগদীশকে ১০ হাজার টাকা দিলে আমাকে ছেড়ে দেয়া হয়।

তবে অভিযুক্ত পীরগাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জগদীশ রায়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম