Logo
Logo
×

সারাদেশ

টাকা ফেরত দিল প্রতারক!

Icon

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২১, ০৪:০০ পিএম

টাকা ফেরত দিল প্রতারক!

পীরগঞ্জের শরীফুল ইসলাম শরীফ (৩০) প্রতারকের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন। সোমবার সন্ধ্যায় থানা পুলিশের মাধ্যমে ওই টাকা প্রতারক ফেরত দিয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার চতরা ইউনিয়নের মায়াগাড়ী গ্রামের আমির উদ্দিনের ছেলে শরীফুল ইসলাম শরীফের (৩০) কাছ থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিকাশ প্রতারক চক্র ৮ হাজার টাকা বিকাশ থেকে বের করে নেয়। এ বিষয়ে তিনি গত ৮ মে পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগটির দায়িত্ত্বপ্রাপ্ত এসআই সুদীপ্ত শাহীন তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই টাকা ফেরত আনেন। তিনি বলেন, প্রতারক চক্রের পরিচয় নিশ্চিত হয়ে সোমবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকা হতে টাকা উদ্ধার করে শরীফকে দেয়া হয়।

প্রতারকের খপ্পরে পড়া শরীফ বলেন, টাকাগুলো আমার কিডনি রোগের চিকিৎসার জন্য জমা করেছিলাম। টাকাগুলো ফেরত পেয়ে আমি অনেকটা স্বস্তি পেলাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম