Logo
Logo
×

সারাদেশ

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০৬:২৩ এএম

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

শাহিন আলম মোহাম্মদী। ছবি: যুগান্তর

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়ার অভিযোগে ভোলার চরফ্যাশনে শাহিন আলম মোহাম্মদী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার চরমানিকা ইউনিয়নের চরকচ্চপিয়া গ্রামে ওই যুবকের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক শাহিন উপজেলার ৪নং ওয়ার্ডের মো. ফারুকের ছেলে।

দক্ষিণ আইচা থানার ওসি (তদন্ত) মিলন কুমার বিশ্বাস জানান, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে।  তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

থানা সূত্রে আরও জানা যায়, গত ১৪ এপ্রিল শাহিন আলম মোহাম্মদী নামে ওই যুবক তার সামাজিক যোগযোগমাধ্যমে ফেসবুকে নিজের নামের আইডি থেকে প্রধানমন্ত্রীর একটি ছবি বিকৃত করে পোস্ট দেন।

পোস্ট করা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

প্রধানমন্ত্রী ছবি বিকৃত ফেসবুক পোস্ট যুবক আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম