সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০৯:১০ এএম
![সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত](https://cdn.jugantor.com/assets/news_photos/2021/03/20/image-403809-1616210025.jpg)
ফাইল ছবি
মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার ভোর ৪টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে রাগনা চেকপোস্টের কাছাকাছি ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
নিহত যুবকের নাম বাপ্পা মিয়া (৪০)। তিনি একই এলাকার আবদুর রউফের ছেলে। স্থানীয়রা জানান, বাপ্পা গরুর ব্যবসা করেন। শুক্রবার সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হন।
শনিবার ভোরে সীমান্তে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন সীমান্তখুঁটির কাছে শূন্যরেখায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ফুলতলা ক্যাম্পের লোকজনকে জানানো হয়।
ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোর ৪টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে রাগনা চেকপোস্টের কাছাকাছি বাপ্পার মরদেহ পাওয়া যায়।
বাপ্পা মিয়া গরু ব্যবসায়ী ছিলেন। সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।
বিজিবির ৫২ ব্যাটালিয়নের ফুলতলা ক্যাম্পের কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বলেন, সীমান্তে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।