Logo
Logo
×

সারাদেশ

রাখে আল্লাহ মারে কে! (ভিডিও)

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ০৪:৫৪ পিএম

রাখে আল্লাহ মারে কে! (ভিডিও)

হঠাৎ বিস্ফোরণ, আর তারপরই মাত্র তিন মিনিটে, চোখের সামনে পুড়ে গেলো প্রাইভেটকার। তবে রাখে আল্লাহ মারে কে? ভাগ্যগুনে প্রাণে বেঁচে গেছেন ওই গাড়ির চালক মোহাম্মদ মফিজ। চট্টগ্রামের রাউজান উপজেলার পথেরহাটে ঘটেছে এ ঘটনা। পুরো বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, এসএম শপিং সেন্টার নামে একটি বিপণিকেন্দ্রের সামনে পার্ক করা ছিলো টয়োটা প্রিমিও ব্র্যান্ডের কারটি। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরন ঘটে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। বিস্ফোরণের শব্দ শুনেই গাড়ি থেকে দৌঁড়ে বেরিয়ে যান চালক মোহাম্মদ মফিজ। পরে অবশ্য আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে কিছুটা আহত হন তিনি।

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে তার আগেই দামি গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় বলে সাংবাদিকদের জানান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে ধারণা পুলিশ ও ফায়ার সার্ভিস। গত ৮ মার্চের পুরো ঘটনাটি ধরা পড়ে মার্কেটের ক্লোজ সার্কিট ক্যামেরায়।

রাঙ্গুনিয়া ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার সাংবাদিকদের জানান, সড়কের পাশে পার্ক করা ব্যক্তিগত গাড়ির আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কীভাবে আগুন জানা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম