ফেসবুকে ছবি দেখে পরিচয় মিলল রেললাইনের পাশে পড়ে থাকা লাশের
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ। স্থানীয়দের কাছে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুরে রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে মৃতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পরিচয় জানা যায়।
নিহত ওই ব্যক্তির নাম মনজুর রহমান। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়ার মনসুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই সোলায়মান জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ রেললাইনের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ভোরে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের ধাক্কায় মারা গেছেন ওই ব্যক্তি।
তিনি জানান, প্রথমে মনজুরের পরিচয় পাওয়া না গেলেও মৃতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
নিহত মনজুরের পরিবার সূত্রে জানা গেছে, কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন তিনি। পরিবারের কাছে মনজুরের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
