Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁও

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৫ এএম

সোনারগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি সরকারের নীলনকশার প্রহসনের নির্বাচনের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় সোমবার বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।

এতে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম বলেছেন, ফাইভ মার্ডারের আসামিরাও এখন মহাজোটে প্রবেশ করেছে।

তারা এ দলে এসে মহাজোটের ক্ষমতার প্রভাবে নদীদখল ও স্পিডবোটে সন্ত্রাসী নিয়ে মহড়া দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। ফাইভ মার্ডারের আসামি যদি মহাজোটে প্রবেশ করে, তা হলে আন্দোলন-সংগ্রাম করে কেন নেতাকর্মীরা এ সরকারকে ক্ষমতায় এনেছেন।

তারা যদি আওয়ামী লীগে আসার সুযোগ পায় তা হলে আমরা তীব্র নিন্দা জানাবো।

সোমবার বিকালে মেঘনা শিল্প নগরীর পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম।

পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ডা. আতিকউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, আবু সাঈদ, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, শ্রমিক লীগের কাঁচপুর শিল্পাঞ্চলের সভাপতি মান্নান মোম্বার, মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে বলব, যারা মহাজোটে আসতে চায় তাদের যাচাই-বাছাই করে মহাজোটে নেবেন।

অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাশেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকা প্রদক্ষিণ করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম