নাসিরনগরে বাল্যবিয়ে রোধে কিশোরী সভা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪২ এএম
ছবি: যুগান্তর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাল্যবিয়ে রোধে কিশোরী সভা ও স্বাস্থ্য সচেতনতায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে ও মহিলাবিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিত রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও ছাত্রছাত্রীবৃন্দ।
সভায় বক্তারা বাল্যবিয়ের কুফল তুলে ধরে বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে একসঙ্গে মিলে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে। অভিভাবক ও কিশোরীরা সচেতন হলেই বাল্যবিয়ে রোধ করা সম্ভব হবে।
সভাশেষে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবকদের বাল্যবিয়ে থেকে বিরত থাকতে শপথ পাঠ করানো হয়।