৩৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ছাত্র ইয়াছিনের
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ০৩:৪১ এএম
ইয়াছিন। ছবি: যুগান্তর
মাগুরার মহম্মদপুরে ঢুষরাইল আনোয়ারুল উলুম কওমি মাদ্রাসার ইয়াছিন মিয়া (১৩) নামে এক ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। ইয়াছিন উপজেলার ঢুষরাইল গ্রামের সেলিম মোল্যার ছেলে।
এ ঘটনায় ওই ছাত্রের বাবা সেলিম মোল্যা মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, ইয়াছিন ঢুষরাইল আনোয়ারুল উলুম কওমি মাদ্রাসার হিফজ বিভাগে পড়ত। নিখোঁজ হওয়ার ৩৫ দিন আগে গত ২২ ডিসেম্বর ২০২০ তারিখ বিকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি।
ইয়াছিনের বাবা সেলিম মোল্যা জানান, বিভিন্ন জায়গা ও আত্মীয়স্বজনের বাড়ি খুঁজেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে তারা উদ্ধারের চেষ্টা করছে।
মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদ্রাসার নিকটে যেসব ছাত্রের বাড়ি, তারা খাবার আনতে বা বিকালে বাড়ি যায়। ওই দিন ইয়াছিন বিকালে বাড়ি গিয়েছিল। পরে আর মাদ্রাসায় আসেনি।
মহম্মদপুর থানার এসআই রবিউল ইসলাম বলেন, দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।