নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৩ পিএম
নারায়ণগঞ্জের বন্দরে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনশৃংখলা কমিটির সদস্যরা।
বন্দর উপজেলা মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত আইনশৃংখলা কমিটির মাসিক সভায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা দিনকে দিন বেড়েই চলছে।
মাদক সেবন, ছিনতাই, হানাহানি ও সংঘর্ষসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে তারা।পাড়া মহল্লায় এরা অশান্তির বিষবাষ্প ছড়াচ্ছে।
বন্দর থানার ওসি বলেন, কিশোর গ্যাং দমনে সর্বপ্রথমে পরিবারকে এগিয়ে আসতে হবে। অভিভাবকদের আরও তৎপর হতে হবে। পুলিশের একার পক্ষে কিশোর গ্যাং দমন সম্ভব নয়।
সম্প্রতি কিশোর গ্যাংয়ের হামলায় স্কুল ছাত্র জিসান(১৪) ও কলেজ ছাত্র মিহাদ(১৬) নিহত হয়। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়। কিশোর গ্যাং দমনে পরিবার, সমাজ এবং অভিভাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশিদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ছালিমা হোসেন শান্তা, বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভুইয়া, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহবুবা সাঈদ, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দোলায়ার হোসেন প্রধান, অধ্যক্ষ হালিম মজহার, ওমর ফারুক, শ ম মিজানুর রহমান প্রমুখ।