Logo
Logo
×

সারাদেশ

সোনামসজিদ বন্দর

অবশেষে ১১ বছর পর হচ্ছে সিএন্ডএফদের নির্বাচিত কমিটি

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:১৯ পিএম

অবশেষে ১১ বছর পর হচ্ছে সিএন্ডএফদের নির্বাচিত কমিটি

ছবি: যুগান্তর

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের প্রায় ১১ বছর পর পুনরায় নির্বাচিত কমিটি হতে যাছে।

নির্বাচন পরিচালনা কমিটি ইতিমধ্যেই নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু করেছে।

আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটার তালিকা প্রকাশ এবং মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনার আবদুল গফুর জানান।

তিনি আশা করেন, সুষ্ঠুভাবে নির্বাচন করে প্রায় ১১ বছর পর আবারো নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবেন।

জানা যায়, ২০০৯ সালে বর্তমান সরকার (আওয়ামী লীগ) ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হয় সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে সিলেকসান কমিটি গঠন করেন।

গত কয়েকমাস আগে হঠাৎ করে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের দুটি গ্রুপের মধ্যে বিবাদ সৃষ্টি হলে অ্যাসোসিয়াশেনের কার্যক্রম স্থবির হয়ে যায়।

এ সুযোগে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাইফুর রহমান অ্যাসোসিয়াশেনের কার্যালয়ে তালা ঝুলিয়ে উভয় গ্রুপের মধ্যে সমাধান হলে আবারো কার্যালয় খুলে দেবার আশ্বাস দেন।

পরবর্তীতে গত ৮ জুলাই শত্তকত জাহিদুল ইসলাম প্রিন্সকে আহ্বায়ক করে সিএন্ডএফ এজেন্টদের একটি আহ্বায়ক কমিটি গঠন হয়।

সে আহ্বায়ক কমিটিও কার্যক্রম চালাতে ব্যর্থ হলে গত ২৩ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদিনকে (মেসার্স জয়নাল আবেদিন) প্রধান করে মো. ইয়াসিন আলী (হাসান এন্টারপ্রাইজ) ও রেজাউল করিম (হক এন্টারপ্রাইজ) একটি তত্তাবধায়ক কমিটি গঠন করেন।

ওই দিনই সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়াশেনের নতুন কমিটি নির্বাচনের লক্ষ্যে মধুমিতা এন্টারপ্রাইজ প্রোপাইটার আবদুল গফুরকে প্রধান নির্বাচন কমিশনার করে ও কনসাল ইন্টান্যাশেনাল প্রোপাইটার আনিসুজ্জামান (ফল) ও মেসার্স বড়সাহেব এজেন্সির প্রোপাইটার মুকলেসুর রহমানকে নিয়ে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটি ইতিমধ্যেই নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটার তালিকা প্রকাশ এবং মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ ঘোষণা করার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম