Logo
Logo
×

সারাদেশ

পিটিয়ে রাস্তার পাশে ফেলা দেয়া হয় তাকে

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৭ পিএম

পিটিয়ে রাস্তার পাশে ফেলা দেয়া হয় তাকে

হত্যা

পেটানোর পর কে বা কারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজারের উত্তর পাশে পলাশ ফিলিং স্টেশনের কাছে গাড়ি থেকে ফেলে যায় লোকটিকে (৪৫)। গোঙানির আওয়াজ শুনে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কে বা কারা একটি গাড়ি থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। এ সময় ওই ব্যক্তির গোঙানির আওয়াজ শুনে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের আঘাত রয়েছে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে ফেলে যাওয়ার পর ওই ব্যক্তি মৃদু স্বরে জানান, তার বাড়ি ময়মনসিংহের চুরখাই এলাকায়। তাকে গাজীপুরের মাওনা এলাকায় মারধর করে এখানে ফেলে রেখে গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতাল (মমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা করেছে।

ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, নিহত ব্যক্তির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডি পুলিশ ফিঙ্গার প্রিন্ট নেয়ার পর নিহতের পরিচয় শনাক্ত করা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম