বাহুবলে ‘অপহরণ নাটকের’ ৮ মাস পর কিশোরী উদ্ধার
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৭ পিএম
হবিগঞ্জ
হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের রমিজ আলী নিজের কিশোরী মেয়ে আরিফা আক্তারকে (১৪) রাজধানীর রায়েরবাজারে খালার বাসায় লুকিয়ে রেখে ফুফাত ভাইদের বিরুদ্ধে অপহরণ নাটক সাজিয়ে মামলা করেছিলেন।
অবশেষ ৮ মাস পর নাটকের ইতি টানে পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) হবিগঞ্জ।
সূত্রে জানা যায়, উপজেলার চারগাও গ্রামের রমিজ আলী তার ফুফাত ভাইদের ঘায়েল করতে নিজের মেয়েকে ঢাকায় লুকিয়ে রেখে তাদের বিরুদ্ধে ৫ জানুয়ারি হবিগঞ্জ নারী শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন।
আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেন হবিগঞ্জ পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশনকে (পিবিআই)।
হবিগঞ্জ পিবিআইয়ের ইন্সপেক্টর শরীফ রেজাউল করিম বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর রায়েরবাজারে কিশোরীর খালার বাসা থেকে উদ্ধার করা হয়। পরে হবিগঞ্জ আদালতে হাজির করা হলে কিশোরীকে তার পিতার জিম্মায় দেওয়া হয়েছে।