Logo
Logo
×

সারাদেশ

রাজাপুরে চালককে অচেতন করে ইজিবাইক চুরি

Icon

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:০১ পিএম

রাজাপুরে চালককে অচেতন করে ইজিবাইক চুরি

অচেতন বাইক চালক

ঝালকাঠির রাজাপুরে ইচিবাইকচালক মো. রমজান হোসেনকে (১৭) অচেতন করে ইজিবাইক চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। রমজান পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামের মো. আবুবকরের পুত্র।

স্থানীয়রা অচেতন অবস্থায় রমজানকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
রমজানের চেতনা ফিরে এলে তার কাছ থেকে জানা গেছে, পুটিয়াখালীর মীরেরহাট এলাকা থেকে যাত্রী নিয়ে সে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে তারা রমজানকে খাবার খাওয়ায়। কিছুক্ষণ পরে রমজান অচেতন হয়ে রাস্তার পাশে পড়ে থাকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল খায়ের মাহমুদ জানান, রমজানকে খাবারের সাথে অচেতন করার ওষুধ খাওয়ানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম