একসঙ্গে ৩ সন্তান প্রসব করলেন চাটমোহরের সাবিনা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩০ পিএম
![একসঙ্গে ৩ সন্তান প্রসব করলেন চাটমোহরের সাবিনা](https://cdn.jugantor.com/assets/news_photos/2020/09/23/image-347894-1600875017.jpg)
পাবনা
পাবনার চাটমোহরে সাবিনা খাতুন নামে এক নারী তিন সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ভাদুনগর মোড় এলাকার বন্ধন ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিন সন্তানের জন্ম দেন তিনি। সাবিনা উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তিন সন্তানের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাবিনা খাতুনের প্রসব বেদনা উঠলে ভাদুনগর মোড় এলাকার বন্ধন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে সার্জন ডা. ডলি রানী, ডা. আসিফ ও ক্লিনিক মালিক ডা. আবদুল মজিদ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব করান।
প্রসূতি মা ও তার তিন সন্তান সুস্থ আছেন বলে জানান চিকিৎসক। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে একসঙ্গে তিন সন্তান প্রসব করায় এবং সুস্থ থাকায় বেজায় খুশি সাবিনা-জাহাঙ্গীর দম্পতি। তাদের পুরো পরিবারে বইছে খুশির আমেজ।
ওই দম্পতি যুগান্তরকে জানান, করোনা পরিস্থিতির কারণে প্রথম দিকে ভয় হচ্ছিল কিন্তু সব ভয় দূর করে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে আমাদের তিনটি সন্তান। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। ক্লিনিক মালিক ডা. আবদুল মজিদ যুগান্তরকে বলেন, একসঙ্গে তিন সন্তান প্রসব এটা আল্লাহর অশেষ নেয়ামত। মা ও তার তিন সন্তানই সুস্থ আছে বলে জানান তিনি।