Logo
Logo
×

সারাদেশ

পোশাক কর্মীকে গুলি করে টাকা-মোবাইল ছিনতাই, যুবলীগ নেতা আটক

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৮ এএম

পোশাক কর্মীকে গুলি করে টাকা-মোবাইল ছিনতাই, যুবলীগ নেতা আটক

ঢাকার আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে গুলি করে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সোহাগ মুন্সী (২৮) নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। 

সোমবার গভীর রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সোহাগ মুন্সী দক্ষিণ বাইপাইল এলাকার হরমুজ আলীর ছেলে। তিনি আশুলিয়া থানা যুবলীগের সদস্য।

পুলিশ জানায়, রোববার রাতে আশুলিয়ার গাজীরচট আড়িয়ারার মোড় এলাকায় নার্গিস সোয়েটারের শ্রমিক নুর আলমকে গুলি করে আহত করে। এ সময় আরও পাঁচজন শ্রমিককে পিটিয়ে আহত করে তাদের নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে আহতরা আশুলিয়া থানায় যুবলীগ নেতা সোহাগ মুন্সীর বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। সোমবার রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে সোহাগ মুন্সীকে ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম