Logo
Logo
×

সারাদেশ

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Icon

নড়াইল প্রতিনিধি 

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৫ পিএম

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নড়াইলের কালিয়ায় গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তৌছিক গাজী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার কলাবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের হায়দার আলী গাজীর ছেলে। 

জানা যায়, প্রতিদিনের মতো তৌছিক তার পালিত গরুর খাবারে জন্য বাড়ির পাশের বিল থেকে ঘাস কেটে নিয়ে নিজ বাড়িতে রওনা হয়। তখন একটি মাছের ঘেরের পাড়ে পৌঁছলে সেখানে টাঙানো থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হয়।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম