Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর খুন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৩ এএম

কক্সবাজারে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর খুন

কক্সবাজার সদরে জামাতার ছুরিকাঘাতে খুন হয়েছেন নুর কবির (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় ছুরিকাহত হয়েছেন শাশুড়িও। 

সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মশরফপাড়ায় ঘটনাটি ঘটে।

শাশুড়ি নুরজাহান বেগমকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

ঘাতক জামাতা মিজানুর রহমান (২৮) পলাতক রয়েছে। মিজানুর রহমান একই ইউনিয়নের বানিয়াপাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে। নিহত নুর কবির পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, নুর কবিরের মেয়ে জেরিন আক্তারের সঙ্গে দেড় বছর আগে মিজানুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ছয় মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। মিজানুর রহমান প্রবাসে ছিলেন। দেশে ফিরে বউকে দেয়া ৭ ভরি স্বর্ণ বিক্রি করে দেয়। এগুলো শেষ হলে স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য নির্যাতন করতে থাকে।

নির্যাতন সইতে না পেরে জেরিন আক্তার তার গরিব কাঠমিস্ত্রি বাবার কাছ থেকে ১ লাখ টাকা এনে দেন। এরই মধ্যে মাদকসেবন ও জুয়ার আসরে মেতে ওঠে মিজান। আবারও বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর কথাকাটাকাটি হয়। স্ত্রীকে প্রচুর মারধর করে। নিরুপায় হয়ে বাপের বাড়ি চলে যান জেরিন। 

এতে ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে শ্বশুরবাড়িতে ঢুকে তার শ্বশুর-শাশুড়িকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা শ্বশুর ও শাশুড়িকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে রাত ৩টার দিকে শ্বশুর নুর কবির মারা যান। শাশুড়ি নুরজাহান বেগমের সারা শরীরে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি মাসুম খান জানান, বিরোধের সূত্র ধরে শ্বশুরবাড়িতে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে স্ত্রীকে মারধর করে স্বামী মিজানুর রহমান। তাতে বাধা দিতে গেলে শ্বশুর-শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম