Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে হত্যার ১৫ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:১৯ পিএম

সীমান্তে হত্যার ১৫ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাদশা নামে এক যুবকের লাশ ১৫ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিজিবির কাছে লাশটি হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান। পরে পুলিশের মাধ্যমে বাদশার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে বিজিবি। 

লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে বাদশাসহ আরও কয়েকজন ভারতে গরু আনতে যায়। কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে প্রবেশ করলে দেশটির গোপালনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। 

এ সময় বাদশা গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ। এদিকে বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয় এবং পরবর্তীতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম