Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লার দেবিদ্বারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:২০ পিএম

কুমিল্লার দেবিদ্বারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে ফতেহাবাদ ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে জাফরগঞ্জ ইউনিয়ন বিজয়ী হয়।

এ সময় প্রতিযোগী দুই ইউনিয়নের হাজার হাজার দর্শক এ খেলা উপভোগ করেন।

জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী। বিশেষ অতিথি ছিলেন মীর আবদুল গফুর কলেজের প্রভাষক এবং দেবিদ্বার পৌরসভার মেয়র প্রার্থী সাইফুল ইসলাম শামীম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নুরুল আমিন, ব্যবসায়ী আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুল কাইয়ুম শাহীন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন, চরবাকর এলাকার আবুল কাশেম, আবদুল করিম, হাজী মো. শরিফ মিয়া, নসু মিয়া, মোহাম্মদ মালেক মিয়া, শরিফুল ইসলাম, হেলাল উদ্দিন, মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং মাদকবিরোধী সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতি জোর দেন। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম