মানিকগঞ্জে এসিল্যান্ডের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ১২:৫১ এএম
মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি উপসহকারী কর্মকর্তার অপসারণ এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
এ ছাড়া দৌলতপুর ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ রাজা মোল্লার করা যুবলীগ নেতা ও আইনজীবী মো. ফয়জুল ইসলাম ও তার পিতা মফিজুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয় মানববন্ধনে।
ধামশ্বর ও কলিয়া ইউনিয়নের জনগণ শনিবার দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নীরালী বাজারে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা যুবলীগ নেতা ও আইনজীবী মো. ফয়জুল ইসলাম ও তার পিতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা প্রত্যাহার, ধামশ্বর ও কলিয়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ রাজা মোল্লা ও উপজেলা ভূমি সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদকে অবিলম্বে চাকরি থেকে অপসারণ ও শাস্তির দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জন্য বিনামূল্যে সরকারি ঘর বিতরণ করছেন এ কথা বলে অভিযুক্ত মোহাম্মদ রাজা মোল্লা জনপ্রতি ৩০ হাজার টাকা করে ৩ লাখ টাকা ঘুষ নেন। ঘর না দেয়ায় টাকা ফেরত চাওয়ায় ভুক্তভোগীদের মামলা হামলার ভয়ভীতি দেখান তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী মোরশেদ আলী মুকুল, জেলা যুবলীগের সদস্য অ্যাডভোকেট আরশেদ আলী মৃধা, ধামশ্বর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আল রাশেদ, ধামশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক হাসান, ধামশ্বর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ মিয়া, কলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল সালাম, কলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, হামিদুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, ভূমি উপসহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অধীনে ভূমিহীনদের বিনামূল্যে ঘর দেয়ার কথা বলে ১০ জনের কাছ থেকে ৩০ হাজার টাকা করে ৩ লাখ টাকা ঘুষ নেন।
পরে ঘর দিতে না পারায় এ নিয়ে স্থানীয় সালিশে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন রাজা মোল্লা।
নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় ভূমিহীন পরিবারের সদস্য সাহেব আলী ৯ সেপ্টেম্বর ভূমি উপসহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লার বিরুদ্ধে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এ মামলার আইনজীবী ফয়জুল ইসলাম ইসলাম।
অভিযোগের পর ১৫ সেপ্টেম্বর দুপুরে দৌলতপুর থানায় ফয়জুল ও তার বাবার বিরুদ্ধে পাল্টা চাঁদা দাবির অভিযোগে মামলা করেছেন ভূমি উপসহকারী কর্মকর্তা মুহাম্মদ রাজা মোল্লা।