Logo
Logo
×

সারাদেশ

হরিপুরে খাওয়ার অনুপযোগী চাল বিতরণ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:১৭ পিএম

হরিপুরে খাওয়ার অনুপযোগী চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভিজিডির কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মাঝে খাওয়ার অনুপযোগী চাল বিতরণের অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে ভুক্তভোগী নারীরা ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। তবে ওই সময় ইউপি চেয়ারম্যান পরিষদে ছিলেন না।

মন্নাটুলি গ্রামের আঞ্জুমান আরা অভিযোগ করেন, তাদের যে চাল দেয়া হয়েছে তা পচা, লাল বর্ণের দুর্গন্ধময়।

একই কথা জানান আটঘরিয়া গ্রামের ফেরদৌসী। তিনি বলেন, এই চাল তার স্বামী কম দামে পশুখাদ্য হিসেবে বাজারে বিক্রি করে দিয়েছেন।

এ ব্যাপারে গেদুরা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হামিদ বলেন, মানসম্মত চাল বিতরণ করা হয়েছে মহিলা বিষয়ক কর্মকর্তার উপস্থিতিতে।

তবে এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল সিদ্দিক কোনো মন্তব্য করেননি।

দুস্থ নারীর খাদ্য সহায়তার আওতায় গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর ৪৯২ জন তালিকাভুক্ত নারীকে মাথা পিছু ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম