৪২ হাজার টাকায় বিক্রি হল ১০ কেজির রুই, ২৫ কেজির বাঘাইড়
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০ এএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে শরীফ ও শাহিন হালদার নামের দুই জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি রুই ও ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছ দুটি বিক্রি হয়েছে ৪২ হাজার টাকায়।
বুধবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছের আড়তে মাছ দুটি বিক্রি করতে আনলে ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ ১৭ হাজার টাকায় রুই ও ২৫ হাজার টাকায় বাঘাইড় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মায় শরীফ হালদার জাল ফেলে ১০ কেজি ওজনের রুই ও শাহিন হালদার ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরেন। পরে সকালে তারা মাছ দুটি আড়তে বিক্রির জন্য আনেন। সে সময় রুই মাছটি এক হাজার ৭০০ টাকা কেজি দরে ১৭ হাজার টাকায় ও বাঘাইড় মাছটি এক হাজার টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় কিনে নেন। এরপর তিনি মোবাইলে যোগাযোগ করে ঢাকার দুই ক্রেতার কাছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বাঘাইড় মাছটি এবং এক হাজার টাকা কেজি দরে রুই মাছটি বিক্রি করেন।
তিনি জানান, মাছ বিক্রি করতে এখন বেশি সময় লাগে না। মোবাইলে যোগাযোগের মাধ্যমে এরকম বড় বড় মাছ বিক্রি করেন। নদীর পানি কমতে থাকায় এখন মাঝে মধ্যেই বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে বলে তিনি জানান।