Logo
Logo
×

সারাদেশ

যশোরে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:২৯ পিএম

যশোরে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক মানহানি’ মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধনের আয়োজন করে যশোর সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবাল, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম বিদ্যুৎ, আহসানুল করিম রহমান, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রেজওয়ান হোসেন মিথুন, পৌর ছাত্রলীগের সদস্য তছিকুর রহমান রাসেল, ওবাইদুল ইসলাম রাকিব, লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রুহুল কুদ্দুস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হামলা-মামলা দিয়ে আনোয়ার হোসেন বিপুলকে দাবিয়ে রাখা যাবে না। ওয়ান ইলেভেন সরকারের সময় যখন রাজনীতির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় তখনও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আটকের প্রতিবাদে বিপুলের নেতৃত্বেই যশোরে প্রথম প্রতিবাদ মিছিল বের হয়েছিল। তিনি কোনো অপশক্তির বিরুদ্ধে মাথানত করবেন না। 

বক্তারা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলকেও তারা বিতর্কিত করার অপ্রচেষ্টা করেছে। সর্বশেষ সোমবার তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। এ অপরাজনীতির প্রতিবাদ জানাচ্ছি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম