পানি না বাড়ায় কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমেছে
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৩১ এএম
রাঙ্গামাটি
এবার বর্ষা মৌসুমে কম বৃষ্টির কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি বাড়তে পারেনি। হ্রদে পানি না বাড়ায় কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমেছে। ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রে বর্তমানে মাত্র ৪৫ মেগাওয়াট উৎপাদন সম্ভব হচ্ছে। সামনে আরও বৃষ্টিপাত না হলে উৎপাদন বাড়ার সম্ভাবনা নেই। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
কর্তৃপক্ষ জানায়, কম বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই হ্রদে এখন পর্যাপ্ত পানির সংকট। ফলে পর্যাপ্ত পানির অভাবে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়ানো যাচ্ছে না। রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে বর্তমানে পানি থাকার কথা ১০৩ ফুট বা এমএসএল’এর (মিন সি লেভেল) ওপর। কিন্তু হ্রদে এখন পানি রয়েছে ৯৯ এমএসএল। পানি স্বল্পতার কারণে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের সব জেনারেটর চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না।
কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আবদুজ্জাহের জানান, কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের মোট পাঁচটি ইউনিট (জেনারেটর) সচল থাকলেও পুনর্বাসন কাজে ২ নম্বর ইউনিট বন্ধ রাখতে হয়েছে। এছাড়া হ্রদে পানি স্বল্পতার কারণে ১, ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ রাখতে হয়েছে। বর্তমানে কেবল ৩ নম্বর ইউনিট দিয়ে মাত্র ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। অথচ পাঁচটি ইউনিট দিয়ে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়ে থাকে। এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় কাপ্তাই হ্রদে পানি জমতে পারেনি। ফলে এ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সংকট সৃষ্টি হয়েছে। আবার বৃষ্টিপাত হলে সংকট দূর করার সম্ভাবনা রয়েছে।