Logo
Logo
×

সারাদেশ

মুক্ত হলো খাঁচায় বন্দি টিয়া

Icon

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩০ পিএম

মুক্ত হলো খাঁচায় বন্দি টিয়া

ছবি: যুগান্তর

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় খাঁচায় বন্দি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার এনায়েতপুর হাসপাতাল রোডের পোস্টঅফিস মোড় এলাকায় একটি মুদি দোকানে পরিবেশবাদী সংগঠন দি বার্ড  সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস স্থানীয়দের সহায়তায় পাখিটি উদ্ধার করেন।

এলাকাবাসী জানান, গত ২ মাস আগে এনায়েতপুর গ্রামের আইয়ুব আলী নিজ বাড়িতে ফাঁদ দিয়ে টিয়া পাখিটি আটক করে। পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল রোডের পোস্ট অফিস মোড়স্থ তার মুদি দোকানে খাঁচায় পুষে রাখে।

স্থানীয়রা পাখিটি দেখার জন্য প্রতিদিন ভিড় জমায়। শনিবার সকালের দিকে খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউজ’র সভাপতি মামুন বিশ্বাস তার সহযোগীদের নিয়ে পাখিটি বন্দিদশা থেকে উদ্ধার করেন।

এসময় এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা ও সহসভাপতি মুক্তার হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মামুন বিশ্বাস যুগান্তরকে জানান জানান, উদ্ধার করা টিয়া পাখিটি হস্তান্তরের জন্য রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এছাড়া আমার কাছে থাকা আরেকটি উদ্ধারকৃত ময়না পাখি ও আজকে উদ্ধার করা টিয়া পাখিকে দ্রুত উপযুক্ত নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম