
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১২ এএম
রংপুরে ট্রাকচাপায় সাবেক পুলিশ সদস্য নিহত

রংপুর ব্যুরো
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৫ এএম

ফাইল ছবি
আরও পড়ুন
রংপুরের সদর উপজেলায় ট্রাকচাপায় সাবেক এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুজন।
শনিবার সকালে উপজেলার হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুই নাতিকে নিয়ে হাজিরহাট এলাকায় বাজারের দিকে যাচ্ছিলেন সাবেক পুলিশ সদস্য।
এসময় বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাবেক ওই পুলিশ সদস্যের মৃত্যু হয় এবং আহত হয় তার দুই নাতি।
তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।