Logo
Logo
×

সারাদেশ

আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৭ পিএম

আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল

খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন স্থান পরিদর্শন করেছে জাপানি প্রতিনিধি দল ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে ১৮/১৯, ২০ ও ২০/১, ১৬, ২৩ এবং ১০/১২ নং পোল্ডারের ভাঙনকবলিত দেলুটি, লতা, লস্কর, গড়ইখালী ইউনিয়ন এবং পাইকগাছা পৌরসভা এলাকায় বাঁধ নির্মাণের জন্য প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে।

প্রতিনিধি দলে ছিলেন- ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিভিশনের ফেলো জাপানের নাগরিক মাসাকি ইসি, সিটিআই ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড, জাইকার কনসালট্যান্ট (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক) মো. নুরুল আমিন তালুকদার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের খুলনা পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, উপসহকারী প্রকৌশলী ফরিদ উদ্দিন, মো. রাজু হাওলাদার, চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল, ইউপি সদস্য রবীন্দ্র নাথ মণ্ডল প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম