Logo
Logo
×

সারাদেশ

ভাগ্নের ঢেলে দেয়া গরম পানিতে ঝলসে গেছে মামার শরীর

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৪ পিএম

ভাগ্নের ঢেলে দেয়া গরম পানিতে ঝলসে গেছে মামার শরীর

খুলনার পাইকগাছায় তুচ্ছ ঘটনায় ভাগ্নের ঢেলে দেয়া গরম পানিতে ঝলসে গেছে মামার মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়ির চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটেছে।

পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের বান্দিকাটি গ্রামের হাসেম গাজীর (৪৩) সঙ্গে তার ভাগ্নে শহীদের দোকানের সামনের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। মামা হাসেম মুদি ও ভাগ্নে চায়ের দোকানদার। মামা হাসেম ভাগ্নের দোকানের পাশে বেড়া দিলে সন্ধ্যায় উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়।

স্থানীয়রা তাৎক্ষণিক মিটিয়ে দিলেও কিছুক্ষণ পর শহীদের চাচা সুজাত গাজীর নির্দেশে আবারও হাসেম গাজীকে মারপিট করা হয়। এসময় চায়ের কেটলিতে থাকা গরম পানি মামা হাসেমের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় ঢেলে দিলে শরীরের বিভিন্ন অংশ ঝলসে মারাত্মক আহত হয়। হাসেম গাজী পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাইকগাছা থানার ওসি এজাজ শফি জানান, এ ব্যাপারে সুজাত গাজীকে ১নং আসামি করে সাতজনের নামে এজাহার দাখিল করা হয়েছে।

শহীদ গাজী জানান, তার মামা তাকে কামড়িয়ে আহত করেছেন। মারামারি করার সময় তার গায়ে গরম পানি পড়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম