Logo
Logo
×

সারাদেশ

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১০:২৯ পিএম

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা

কক্সবাজারের চকরিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত ৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় উপজেলার বদরখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড গোদামপাড়ায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ৯ সেপ্টেম্বর ধর্ষিতার বাবা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করলে বিষয়টি জানাজানি হয়।

বদরখালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও ধর্ষিতার পরিবারের সদস্যরা জানান, গত ৭ সেপ্টেম্বর ওই চতুর্থ শ্রেণির ছাত্রীর মা-বাবা ঘরে ছিলেন না। এ সুযোগে এই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাতারবাড়িপাড়ার আবু তাহেরের পুত্র বখাটে যুবক আবদুল গণি (২২) ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তার মা-বাবা ঘরে ফিরে এলে মেয়েটি ধর্ষণের বিষয়টি তাদের জানায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ওই যুবককে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম