Logo
Logo
×

সারাদেশ

এক রাতে ৩০০ কলাগাছ কেটে সাবাড়!

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০১ পিএম

এক রাতে ৩০০ কলাগাছ কেটে সাবাড়!

নাটোরের গুরুদাসপুরে পূর্বশত্রুতার জেরে কৃষক মোশারফ হোসেনের (৬০) ৫ বিঘা পুকুরপাড়ের ৩০০টি কলাগাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর এলাকায়।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একই এলাকার মৃত-মকবুল হোসেনের ছেলে আব্দুল হাকিমের নামে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী কৃষক।

ভুক্তভোগী কৃষক মোশারফ হোসেন সরদার জানান, পূর্বশত্রুতার জেরে মঙ্গলবার সন্ধ্যার পরে প্রতিপক্ষ আবদুল হাকিম শত্রুতা করে তার পুকুরের চারপাড় দিয়ে রোপণ করা প্রায় ৩০০টি কলাগাছ কর্তন করে চলে যায়। অভিযুক্ত ব্যক্তি মাঝে মধ্যেই তার পুকুরপাড়ের গাছ কর্তন করে বলেও তিনি জানান। তবে গ্রাম্যসালিশে আগের ঘটনাগুলো মীমাংসা হলেও কোনো প্রতিকার পাননি তিনি। 

এদিকে গাছ কর্তনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন আবদুল হাকিম। তবে তিনি এ কাজ করেননি বলে দাবি করেছেন।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মো. মোজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম