পাঁচবিবিতে এতিমদের বিজিবির ইলিশ মাছ বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৮ পিএম
ছবি: যুগান্তর
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিজিবির আটককৃত ইলিশ মাছ বিতরণ করা হয়।
বুধবার দুপুরে জয়পুরহাট, ২০ ব্যাটালিয়নের অধীনে কয়া ক্যাম্পের সদস্যরা মাছগুলো আটক করেন। পরে সীমান্তের তিনটি এতিমখানায় মাছগুলো বিতরণ করেন।
কয়া ক্যাম্প কমান্ডার রবিউল ইসলাম বলেন, বাংলাদেশি ২০ কেজি ইলিশ মাছ চোরা পথে ভারতে পাচারকালে ক্যাম্পের সদস্যরা আটক করেন। পরে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে মাছগুলো এতিমখানার শির্ক্ষাথীদের মাঝে বিতরণ করা হয়।
ক্যাম্পের অতিরিক্ত কমান্ডার ফারুক হোসেনসহ বিজিবির সদস্য ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।