লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় সারা দেশে এক লাখ চারা বিতরণের লক্ষ্যে বরিশাল বিভাগীয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর জিলা স্কুলে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচিতে ওই স্কুলে গাছের চারা রোপণ ও পথচারীদের মধ্যে চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন জেলা প্রশাসক। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বেগম হিরো রোকসানা, যুগান্তরের সাংবাদিক সাঈদুর রহমান পান্থ, সংগঠনের বরিশাল শাখার উপদেষ্টা মো. কালিমুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল। তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমরা দেশব্যাপী গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে এ সংগঠনের উদ্যোগে ২৫ জেলায় কর্মসূচি পালন করা হয়েছে।