Logo
Logo
×

সারাদেশ

শাশুড়িকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা গৃহবধূর

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৮ পিএম

শাশুড়িকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা গৃহবধূর

মুলাদীতে শাশুড়িকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক পুত্রবধূ। উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের মামুন মোল্লার স্ত্রী শারমিন বেগম (২১) তার শাশুড়ি মাহিনুর বেগমকে নদীতে চুবিয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, চরনাজিরপুর গ্রামের কুদ্দুস মোল্লার পুত্র মামুন মোল্লার সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির কালাম সিকদারের মেয়ে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শারমিন তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে আসছিল। তুচ্ছ বিষয় নিয়ে শারমিন তার শ্বশুর-শাশুড়িকে গালিগালাজ ও লাঞ্ছিত করায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার পর শাশুড়ি মাহিনুর বেগম নদীতে গোসল করতে গেলে শারমিন বেগমও গোসলে যায় এবং পূর্বপরিকল্পিতভাবে শাশুড়িকে চুবিয়ে হত্যার চেষ্টা চালায়। ওই সময় শারমিনের ভাই ও আত্মীয়স্বজনরা নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল বলে অভিযোগ রয়েছে।

পার্শ্ববর্তী বাড়ির মোকসেদ হাওলাদারের স্ত্রী উমিয়া বেগম ও আদম আলী বেপারীর স্ত্রী শাহানুর বেগম বিষয়টি দেখতে পেয়ে শারমিনের হাত থেকে মাহিনুরকে উদ্ধার করে হোসনাবাদ বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শারমিনের বাবা প্রভাবশালী হওয়ায় স্থানীয় একটি মহল বিষয়টি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে। এ ব্যাপারে শারমিনের স্বামী মামুন মোল্লা কোনো কথা বলতে রাজি হননি।

মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান, বিষয়টি থানা প্রশাসনের জানা নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম