Logo
Logo
×

সারাদেশ

তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে ঘর-সংসার, অতঃপর...

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৮ পিএম

তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে ঘর-সংসার, অতঃপর...

খুলনার পাইকগাছা উপজেলায় স্ত্রীকে দুইবার তালাক দিয়েছেন এক ব্যক্তি। পরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে বর্তমানে ঘর-সংসার করছেন। এ ঘটনায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার হরিখালী গ্রামের নজরুল ইসলামের সঙ্গে তালার মোহাম্মদ আলীর মেয়ের ২০০৭ সালে ইসলামী শরিয়ত মতে বিয়ে হয়। পারিবারিক বিরোধের কারণে ২০১৭ ও ২০১৯ সালে দুইবার তালাকের ঘটনা ঘটেছে বলে স্বামী ও স্ত্রী দুজনই জানিয়েছেন। প্রথম তালাকের পর দ্বিতীয়বার বিয়ে হলেও সর্বশেষ তালাকের পর বিয়ে না করে অবৈধ ঘর-সংসার করছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

স্থানীয় ইউপি সদস্য ঠাকুর দাস সরদার জানান, তিনি অভিযোগের বিষয়টি শুনেছেন। তাদের বিয়ের কাজটা শেষ করে ঘর-সংসার করা উচিত।

এ ব্যাপারে নজরুল ইসলাম ও তার স্ত্রী বলেন, শেষ তালাকের পর রেজিস্ট্রি বিয়ে হয়নি। তবে স্ত্রীর বাবার বাড়িতে কলেমা পড়ে বিয়ে হয়েছে। কিছু স্থানীয় লোক অহেতুক আমাদের সঙ্গে ঝামেলা করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম