Logo
Logo
×

সারাদেশ

ঝিনাইদহ পৌর মার্কেট নির্মাণ অনিশ্চিত, মামলার কারণে কাজ বন্ধ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৪ পিএম

ঝিনাইদহ পৌর মার্কেট নির্মাণ অনিশ্চিত, মামলার কারণে কাজ বন্ধ

পৌর মার্কেট

ঝিনাইদহে বহুতলবিশিষ্ট পৌর সুপার মার্কেট নির্মাণ কাজ বন্ধ। এ মার্কেট নির্মাণ করা নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার পক্ষ থেকে উচ্চ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। ৬ মাস আগে আদালত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। সেই থেকে অত্যাধুনিক মার্কেটটির কাজ বন্ধ করে দেয় পৌর কর্তৃপক্ষ।
আদালতের আদেশ অমান্য করে নির্মাণ কাজ চলমান রাখা হয়েছে মর্মে অভিযোগ করে মামলার বাদীপক্ষ।
রোববার দুপুরের দিকে অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিন নির্মাণাধীন মার্কেট এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম।
এ বিষয়ে জেলা প্রশাসক যুগান্তরকে বলেন, বাদীপক্ষ থেকে তাকেসহ পুলিশ সুপারকে বিবাদী করেছেন। ইতোমধ্যে বাদীপক্ষ থেকে নিয়োজিত আইনজীবী আদালত অবমানার নোটিশ করেছেন। যে কারণে প্রকৃতপক্ষে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে কিনা, তা পর্যবেক্ষণ করতে এলাকাটি পরিদর্শন করা হয়েছে। আদালতের আদেশপ্রাপ্ত হওয়ার পরে পৌর কর্তৃপক্ষ মার্কেট নির্মাণ কাজ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান তিনি। 
পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু জানান, অত্যাধুনিক মাকের্ট নির্মাণ নিয়ে একটি পক্ষ ষড়যন্ত করে আসছে। আদালতের আদেশ মোতাবেক নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। নিয়োগ করা ঠিকাদার প্রতিষ্ঠান মূল্যবান যন্ত্রপাতি রক্ষায় পাহারাদার নিয়োগ করেছে। পৌর ভবনসংলগ্ন জমিতে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে মার্কেট নির্মাণের পরিকল্পনা করে ঝিনাইদহ পৌরসভা। 
এদিকে পুরাতন মার্কেটের দোকান মালিকরা জানান, নতুন মার্কেট নির্মাণ কাজ বন্ধ থাকার ফলে চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তারা। চলমান পরিস্থিতিতে মার্টেকটটি নির্মাণ করা অনিশ্চিত হয়ে পড়েছে বলেও জানান তারা।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম