Logo
Logo
×

সারাদেশ

ব্রা‏হ্মণপাড়ায় গৃহবধূকে পিটিয়ে আহত, উদ্ধার করল পুলিশ

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৪ পিএম

ব্রা‏হ্মণপাড়ায় গৃহবধূকে পিটিয়ে আহত, উদ্ধার করল পুলিশ

নির্যাতন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামে মাদক ব্যবসায় বাঁধা এবং বাবার বাড়ি থেকে টাকা না এনে দেওয়ায় তানজিনা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে ব্রা‏হ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় গৃহবধূর মা নাজমা বেগম বাদী হয়ে গৃহবধূর স্বামী জাহিদুল ইসলাম ওরফে মিঠুকে (৪৩) প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামের মোকাদ্দেছ মিয়ার মেয়ে তানজিনা আক্তারের সঙ্গে ১০ বছর আগে ব্রা‏হ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মফিজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম ওরফে মিঠুর বিয়ে হয়। বিয়েতে নগদ এক লক্ষ টাকা ও আসবাবপত্র দেওয়া হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে জাহিদুল। 

স্ত্রী তানজিনা মাদক ব্যবসা না করতে স্বামীকে নিয়মিত বাঁধা দিয়ে আসছে। মাদক ব্যবসা করতে গিয়ে কয়েকবার জেল খেটেছে জাহিদুল। বাবার বাড়ি থেকে টাকা এনে জেল থেকে জামিনে বের করেছে।

বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসায় আবারও বাঁধা দেয় স্ত্রী। এ সময় তার বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দেয় জাহিদুল। এতে রাজি না হওয়ায় জাহিদুল ও বাড়ির লোকজন তাকে বেঁধে রেখে নির্যাতন করে ঘরে আটকে রাখে। খবর পেয়ে তানজিনার মা ব্রা‏হ্মণপাড়া থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেন। শুক্রবার সকালে পুলিশ তানজিনাকে উদ্ধার করে ব্রা‏হ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত গৃহবধূ তানজিনা আক্তার বলেন, মাদক ব্যবসায় বাঁধা দেওয়া এবং ওই ব্যবসার জন্য টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে তার স্বামীর ও বাড়ির লোকজন বেঁধে রেখে নির্যাতন করে ঘরে আটকে রাখে।

তিনি বলেন, তার স্বামী তাকে মারধর করে গলায় ছুরি ধরে ভিডিও করেছে। অন্য ছেলের সাথে পরকীয়া রয়েছে এবং ওই ছেলে বিরুদ্ধে অপবাদ দিয়ে তার কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতে বলে।

আহত গৃহবধূর মা নাজমা বেগম বলেন, মেয়ের কথা চিন্তা করে অনেক টাকা খরচ করে জামিনে এনেছি। আমার মেয়েকে মারধর করে দুইদিন ধরে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে এনে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

ব্রা‏হ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, অভিযোগ পেয়ে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম