গোসাইরহাটে স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পিএম
মৃত্যু
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগের পাড়া ইউনিয়নের বড়কাচনা গ্রামের বাসিন্দা, নাগেরপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করেছে ডামুড্যা থানা পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে তার দ্বন্দ্ব চলছিল। এ কারণে তাকে হত্যা করা হতে পারে।
মৃতের চাচাত ভাই সহিদুল হক সুমন জানান, নাগেরপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী নাগেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. জলিল সরদারের ছেলে ইলিয়াছ কাঞ্চন টিটু (৩৩) শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে তার নিজ ঘরে শুতে যায়। সকালে তার নিথর দেহ ঘরের ভিতর পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের দরজা জানালা খোলা ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার নাক মুখ ও কান দিয়ে রক্ত ঝরছিল।
খবর পেয়ে গোসাইরহাট থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। টিটুর বাবা আ. জলিল সরদার বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
জলিল সরদার বলেন, আমার ছেলের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন যাবত কলহ চলে আসছিল। আমি অপমৃত্যু মামলা করেছি। ডাক্তারী রিপোর্ট ও পুলিশের তদন্তে প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে আমি বিশ্বাস করি।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী বলেন, মেডিকেল রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে।