Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়ায় চুরি হওয়া সেই শিশুটিকে ফিরে পেলেন বাবা-মা

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪১ এএম

আশুলিয়ায় চুরি হওয়া সেই শিশুটিকে ফিরে পেলেন বাবা-মা

ছবি: যুগান্তর

আশুলিয়া থেকে চুরি হওয়া চার মাসের শিশুকে জামালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুটিকে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে জামালপুরের সরিষাবাড়ী থেকে চার মাসের শিশুকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

এ ঘটনায় শিশু চুরির অপরাধে নাসিমা (৪২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আটক নাসিমা জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বাগবাড়ি গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়,  ৩১ আশুলিয়ার আগস্ট উত্তর গাজি চট আলিয়া মাদ্রাসা এলাকার মো. আশরাফ আলী ও মর্জিনা বেগমের চার মাসের শিশু সন্তান মোস্তাকিমকে কৌশলে চুরি করে নিয়ে যায় তাদের গৃহ পরিচালিকা নাসিমা বেগম।

এ ঘটনায় শিশুটির মা মর্জিনা বেগম গৃহপরিচালিকা নাসিমার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে জামালপুরের সরিষাবাড়ী থানার বাগবাড়ী এলাকায় নাসিমার নিজ বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

এ সময় শিশু চুরির সঙ্গে জড়িত থাকার অপরাধে নাসিমাকে গ্রেফতার করা হয়েছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপু জানান, অভিযোগের পরপরই শিশুটিকে উদ্ধারে তৎপর হয় পুলিশ। পরে অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে তার বাবা মার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত নাসিমাকে শিশু অপহরণের মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম