লামায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৯ পিএম
বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে আশ্রাফিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। এ সময় ১০-১২টি হাতির পাল তাণ্ডব চালিয়ে ৪টি বসতবাড়ি ভাংচুর করেছে।
মঙ্গলবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি জামালপুর গ্রামের হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা আশ্রাফিয়া বেগম জামালপুর গ্রামের বাসিন্দা সাহেব আলী তালুকদারের স্ত্রী।
জানা যায়, সোমবার রাতে একটি বন্যহাতির দল গহীন পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে নেমে এসে উপজেলার সরই ইউনিয়নের আন্দারী জামালপুর গ্রামের হিমছড়িপাড়ায় হানা দেয় ও তাণ্ডব চালায়। এ সময় হাতির পালটি লাল মিয়ার বসতঘর, মানিক মিয়ার মাছের খামার ঘর ও সেলিমের খামার ঘর ভাংচুর করে।
এক পর্যায়ে ভোর ৪টার দিকে হাতিগুলো সাহেব আলী তালুকদারের বসতঘরে হামলা চালায়। ঘরে থাকা লোকজন পালানোর সময় হাতির কবলে পড়েন তালুকদারের স্ত্রী আশ্রাফিয়া বেগম।
সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, গত কয়েক দিন ধরে ১০-১২টি হাতি এক দল হয়ে একের পর এক ঘরবাড়ি ভাংচুর করে। সর্বশেষ মঙ্গলবার ভোরে হামলা চালিয়ে সাহেব আলীর স্ত্রীকে আছড়ে মেরে ফেলে এবং কৃষকের ৪টি বসতঘর ভাংচুর করে। হাতির হামলার বিষয়ে বন বিভাগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানাকে জানানো হয়েছে। হাতির দলটি বর্তমানে এলাকার সীমান্তবর্তী টংগাবতী পাহাড়ে অবস্থান করছে।