রাজবাড়ীতে পারাপারের অপেক্ষায় ট্রাকের সারি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১০:০০ পিএম
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে প্রচুর স্রোত থাকা, রাতে পুরোপুরি ফেরি বন্ধ রাখা ও নাব্য সংকটে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে সদর উপজেলার ফেলুর দোকান পর্যন্ত পারাপারের অপেক্ষায় রয়েছে ট্রাকের সারি।
গোয়ালন্দ মোড়ে আটকে থাকা কুরিয়ার সার্ভিস কোম্পানির ট্রাকচালক সুমন বলেন, গত রাতে ট্রাক নিয়ে ফেলুর দোকান এলাকা পর্যন্ত এসে আটকে আছি। রাত পার হলেও এ পর্যন্ত ফেরির নাগাল পাইনি।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় হাইওয়ে পুলিশের ওসি মো. লুৎফর রহমান বলেন, কাঁঠালবাড়ী-শিমুলিয়া ঘাটে সীমিত আকারে ফেরি চলাচল করার কারণে গোয়ালন্দ মোড় এলাকায় ট্রাকের চাপ একটু বেড়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন বলেন, গত রোববার থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে রো-রো ফেরি চলাচল বন্ধ রাখায় দৌলতদিয়া প্রান্তে দুই শতাধিক ও গোয়ালন্দ মোড় এলাকায় আরও দুই শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে আছে। তবে ঘাট এলাকায় কোনো ছোট যানবাহন ও পরিবহনের চাপ নেই বলে জানান এই কর্মকর্তা।