Logo
Logo
×

সারাদেশ

এবার স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা 

Icon

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪১ এএম

এবার স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা 

বরিশালে এবার স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা দায়ের করেছেন এক স্বামী। সোমবার বিকালে গৌরনদী উপজেলার সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (গৌরনদী) মামলাটি দায়ের করেন। 

বিচারক মওদুদ আহমেদ মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, ৩ বছর আগে জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ চড়াইলকান্দি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে নার্গিস আক্তারের বিয়ে হয়। বিয়ের পর নার্গিস ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে তার স্বামীর কাছে নগদ টাকা ও জমি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে।

সর্বশেষ ঈদুল আজহার সময় নার্গিস ঈদ উদযাপনের জন্য তার বাবার বাড়িতে যায়। এরপর আর ফিরে আসেনি। গত ১৪ আগস্ট সিরাজুল তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে আনতে গেলে স্ত্রী নার্গিস ও তার দুই ভাই নগদ এক লাখ টাকা ও ১০ শতাংশ জমি লিখে দেয়ার দাবি করে। নগদ টাকা ও জমি না লিখে দিলে আর তার সঙ্গে ঘর-সংসার করবে না বলে তাকে জানায়।

এ সময় তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং ভয়ভীতি দেখায়। এরপর সিরাজুল সোমবার বাদী হয়ে স্ত্রী ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। 

আদালতের বিচারক মওদুদ আহমেদ পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম