মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত: সোনারগাঁও এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭ এএম
ফাইল আটকে ঘুষ চাওয়ার প্রতিবাদ করায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধা জামাল মোল্লাকে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে মুক্তিযোদ্ধা জামাল মোল্লার সাক্ষ্যগ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা।
সাক্ষী প্রদান শেষে মুক্তিযোদ্ধা জামাল মোল্লা বলেন, ‘এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রীর এই ঘোষণা অনুসারে চাষাবাদের জন্য মোগরাপাড়া ইউনিয়নের ভাগোলপুর গ্রামে আমার জমির পাশে একটি অনাবাদি ও অকৃষি জমির বন্দোবস্ত পেতে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে একটি আবেদন করি।
আবেদনের পর দীর্ঘ আট মাসের অধিক সময় পরও আমার ফাইলটি ভূমি অফিসেই পড়ে থাকে। এ বিষয়ে খোঁজ নিতে গেলে ওই অফিসের সার্ভেয়ারের সহযোগী হিসেবে কাজ করা ওমেদার মো. সোহাগ কাজ করিয়ে দেয়ার কথা বলে আমার কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন।
তিনি আরও বলেন, গত ১৬ জুলাই ভূমি অফিসে গিয়ে ফাইল আটকে ঘুষ চাওয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ করি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন আমাকে অপমান করে ওই অফিস থেকে বের করে দেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদে অভিযোগ করেছি। তদন্তে যা জিজ্ঞেস করেছে তার জবাব দিয়েছি।
তবে মুক্তিযোদ্ধা জামাল মোল্লার অভিযোগ অস্বীকার করেছেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।
এ বিষয়ে তদন্তের দায়িত্ব পাওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা বলেন, সাক্ষ্য নিয়েছি। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।