Logo
Logo
×

সারাদেশ

১০ লাখ টাকা আত্মসাৎ, পিআইওর অফিসে ইউএনওর তালা

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ১০:৪৯ এএম

১০ লাখ টাকা আত্মসাৎ, পিআইওর অফিসে ইউএনওর তালা

জামালপুরের মাদারগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগের তদন্তের আগে ওই অফিসের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। সোমবার বেলা ১২টায় ওই অফিসে গিয়ে পিআইওর কক্ষসহ অফিস সহকারীদের কক্ষে তালা ঝুলতে দেখা যায়।

এ সময় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক বেলাল উদ্দিন মোবাইল ফোনে জানান, তিনি সোমবার সকাল ৯টায় অফিসে গিয়ে অফিস কক্ষের তালার ওপর আরেকটি তালা লাগানো দেখতে পান। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাজির কবিরুল হাসান তাকে জানান- ইউএনও আমিনুল ইসলামের নির্দেশে তিনি ওই তালা লাগিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানান, দুই-এক দিনের মধ্যেই হয়তো পিআইও জাহিদ হাসানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হবে। এর আগে যাতে বড় ধরনের কোনো ফাইল কেউ সরিয়ে ফেলতে না পারে সেজন্য তালা লাগানো হয়েছে। তবে ওই অফিসের জরুরি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

এ বিষয়ে জানার জন্য পিআইও জাহিদ হাসানের নাম্বারে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সম্প্রতি ঠিকাদারি কাজের সিডিউল বিক্রির ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিআইও জাহিদ হাসানের বিরুদ্ধে ওই অফিসের কর্মচারীসহ কয়েকজন ঠিকাদার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের বিষয়ে ২৮ আগস্ট যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম